জগন্নাথপুর প্রতিনিধি:-
পাগলা-জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহা সড়কের জগন্নাথপুর পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী পংকু গুপ্ত (২৮) গুরুতর আহত হয়েছেন। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত হরিদাস গুপ্তের ছেলে।জানাযায়, বুধবার রাত ৯টায় ব্যবসায়ী পংকু গুপ্ত জগন্নাথপুর বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে পাগলা-জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহা সড়কের জগন্নাথপুর পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় পৌছা মাত্র নিয়ন্ত্রন হারিয়ে পংকু গুপ্ত সড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
Leave a Reply