জগন্নাথপুর অফিস: জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে ২০২০হবিবপুর ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে জাহিদ একাডেমী জগদীশপুরকে হারিয়ে আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাব (গ্রীস) বিজয়ী হয়েছেন। আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় হবিবপুর স্টেডিয়ামে অনুষ্টিত খেলাটি উপভোগ করতে দর্শকদের উপছে পড়া ভীড় ছিল। মঙ্গলবার (৭জানুয়ারী) হবিবপুর একাদশ বনাম শ্রীমতপুর একাদশ এর মধ্যে খেলা অনুষ্টিত হবে বলে খেলা পরিচালনা কমিটির সভাপতি সাবেক কৃতি ফুটবলার মো: আবিবুল বারী আয়হান জানিয়েছেন।
Leave a Reply