স্টাফ রিপোর্টার:- জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল মোড়-বুধরাইল উপস্বাস্থ্য কেন্দ্র সড়কের বুধরাইল গ্রামের দুলা মিয়ার বাড়ির ব্রীজের পাশে খাল থেকে মাটি উত্তোলনের ফলে রাস্তাটি ধ্বসে পড়ায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এলাকাবাসী অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাস্তার পাশে মাটি কাটার জন্য দায়ি ব্যক্তিদের চিহিৃত করে প্রতিবেদনের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর কার্যালয়ে প্রেরন করেন। গত ২৮ জানুয়ারী সহকারী কমিশনার (ভুমি) মো: ইয়াছির আরাফাত এর দেয়া প্রতিবেদনে উল্লেখ করেন আবুল বশর সহ ১৪৬জনের আবেদনের প্রেক্ষিতে শ্রীরামসী ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তার প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় রাস্তার মধ্যখানে ৬৭ফুট পাকা ঢালাই না করার কারন অনুসন্ধানে জানাযায়, বর্ণিত রাস্তা সংলগ্ন সরকারী খাল হতে পাশের বাড়ির মালিক সৈয়দ আলী আহমদ দুলা মিয়া ৩বছর আগে অবৈধভাবে মাটি খনন করে তাদের নিজের প্রয়োজনে ব্যবহার করেন। ফলে রাস্তার মাটি ধ্বসে পড়ে এবং পরবর্তীতে ঠিকার কর্তৃক ৬৭ ফুট রাস্তার কাজ করা সম্ভব হয়নি। পাশ^বর্তী কালভার্টগুলোর কারনে পানির ধারন ক্ষমতা হারিয়ে যাওয়ায় বর্তমানে মাটি ধ্বসে রাস্তাটি হুমকির সম্মূখীন হয়ে পড়েছে। সহকারী কমিশনার ভুমির তদন্ত প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবেন এমন দাবী এলাকাবাসীর।
Leave a Reply