জগন্নাথপুর অফিস: জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় এবং অনুমোদনহীন ২৫টি যানবাহন আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে জগন্নাথপুর উপজলো সহকারি কমশিনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌর শহররে জগন্নাথপুর-রানীগঞ্জ সড়করে হেলিপ্যাড এলাকায় সড়কের জায়গা দখল করে যানবাহন মেরামত করায় ৫টি ওর্য়াকশপকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা, সড়কের ওপর যানবাহন রেখে প্রতিবন্ধবতা সৃষ্টির অপরাধে ১৯জন চালককে ১ হাজার করে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ ব্যাটারি চালতি ২৫টি ইজিবাইক (টমটমম) আটক করা হয়েছে। অভিযানে জগন্নাথপুর থানার এস আই মনির উদ্দিন, ট্রাফিক ইনচার্জ নসু মিয়া উপস্থিত ছিলেন।
Leave a Reply