জগন্নাথপুর অফিস: একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
দিবসের শুরুতে ভাষা শহীদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ , মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা, পৌর সভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জগন্নাথপুর বিদ্যুৎ অফিস, নন গেজেটেড সরকারি কর্মচারী ক্লাব, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ভাষা শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: শারমিন আরা আশা, ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমূখ।
Leave a Reply