জগন্নাথপুর অফিসঃ– জগন্নাথপুর পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জেলা আওয়ামীলীগ নেতা হাজী মাহতাব উল হাসান সমুজ ।গনমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তিনি উল্লেখ করেন সম্মানিত জগন্নাথপুর পৌর বাসী ও সর্বস্তরের জনসাধারণ সবাইকে জানাই সালাম আদাব এবং শুভেচ্ছা। আমি জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত না করে যাকে মনোনীত করেছেন তার প্রতি আমার শতভাগ সমর্থন রয়েছে। এবং জননেত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে জগন্নাথপুর পৌর নির্বাচনে সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমি দলীয় মনোনয়ন চাহিতে গিয়ে আমাকে দেশ বিদেশে অনেকে সহযোগিতা করেছেন। আমার জন্য যারা কষ্ট করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
Leave a Reply