স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: সুরুজ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে পৌর মেয়রের অফিস কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিকের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী দানশীল ব্যক্তিত্ব মো: সুরুজ আলী। অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলার দেলোয়ার হোসাইন, ৬নং ওয়ার্ড কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজার কমিটির সেক্রেটারী আব্দুল হান্নান। এসময় জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলার মামুন আহমদ, মহিলা কাউন্সিলার আয়ারুন নেছা, মহিলা কাউন্সিলার মীনা রানী পাল, পৌরসভার সাবেক কমিশনার তাজুল ইসলাম সাচ্ছা, সাবেক ইউপি সদস্য ছাদেকুর রহমান ছাদেক, সমাজসেবী শামছুল হক, কবির মিয়া, জিয়াউল হক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক।
Leave a Reply