জগন্নাথপুর অফিস: ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের বরাদ্দের ত্রান সামগ্রী জগন্নাথপুর পৌরসভার বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়া হয়েছে। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক জানান, করোনা ভাইরাসের কারনে ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের ৫দাফে দেয়া বরাদ্দ পৌরসভার ১৪২০টি পরিবারের মাঝে পৌরসভার পক্ষ থেকে পৌছে দেয়া হয়েছে। তিনি জানিয়েছেন জগন্নাথপুর পৌরসভায় সব ধরনের লোকের বসবাস হওয়ায় নিম্ন আয়ের লোকজনের সংখ্যা বেশী। সরকারী বরাদ্দের তুলনায় কর্মহীন লোকজনের সংখ্যা বেশী থাকায় সবাইকে ত্রান সামগ্রী প্রদান করা
সম্ভব হয়নি। তিনি কর্মহীন মানুষের দুরবস্থার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের নিকট বরাদ্দের দাবী জানিয়েছেন।
Leave a Reply