তাহিরপুর সংবাদদাতা : সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইট মা মাছের অভয়ারণ্য টাংগুয়ার হাওরে বুধবার রাত ১১টা হতে পানি প্রবেশ শুরু হয়েছে। পানি প্রবেশের সাথে সাথেই স্থানীয় অবৈধ মৎস্য আহরণকারীরা দলবদ্ধভাবে মা মাছ ও পোনামাছ নিধন শুরু করেছে। সরকার ১ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত পোনামাছ ও ডিমওয়ালা মাছ ধরা নিষেধ করছে। কেউ এ আইন অমান্য করলে অর্থদন্ড ও জেল কিংবা উভয় দন্ড হতে পারে।সরেজমিনে দেখা যায়, সরকারের এই আইন কে অমান্য করে স্থানীয় অর্থলোভী জেলেরা দল বদ্ধভাবে অবৈধ কারেন্ট জাল কোনাজাল ছাই ও উড়াল জাল দিয়ে অবাধেই মা মাছ নিধন শুরু করেছে।
জেলেদের জালে ধরা পড়ছে ডিমওয়ালা ঘনিয়া, বোয়াল ও কড়া এবং দেশি প্রজাতির মাছ।
এ ব্যাপারে টাংগুয়ার হাওর কমিউনিটি গার্ড সুপারভাইজার মিরাজ মিয়ার সাথে কথা বলে জানাযায় বুধবার রাত ১১টা হতে টা্গংুয়ার হাওরে পানি প্রবেশ শুরু হওয়ার সাথে-সাথে স্থানীয় আশপাশের জেলেরা মা মাছ নিধন শুরু করেছে। আমরা সংখ্যায় ৬জন গার্ড রয়েছি, শতশত জেলেদের বাঁধা দিলে হামলার শিকার হতে হয়। আমি বিষয়টি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যার কে অবগত করলে উনার নির্দেশ ক্রমে জেলেদের বাঁধা দিতে গেলে তারা আমাদের তোয়াক্কা না করে মা মাছ নিধন কার্যক্রম চালিয়েই যাচ্ছে।
এ ব্যাপারে শ্রীপুর দক্ষিণ ইউনিয় পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মা মাছ নিধন বন্ধে প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে হাওরে অভিযান পরিচালনা করে মা মাছ নিধন কঠোর হাতে দমন করতে হবে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
Leave a Reply