আহাম্মাদ কবির তাহিরপুর:সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে তৃতীয় দফা বন্যায় বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত অসহায় ৫৫ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার দিনব্যাপী উপজেলা সদর ইউনিয়নের বন্যায় পানিবন্দি বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ী বাড়ী গিয়ে তাদের খোঁজখবর নিয়ে শুকনো খাবার সামগ্রী বিতরন করেন।বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণকালে ইউএনও,র সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলী মুর্তজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা উপ সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুব্রত দাস, উপজেলা যুবলীগ নেতা জাবির আহমেদ জাবির প্রমুখ।ইউএনও পদ্মাসন সিংহ গণমাধ্যম কে জানান, তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় প্লাবিত অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে।
Leave a Reply