আহাম্মাদ কবির,তাহিরপুর:মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখি সমৃদ্ধ দেশ গড়ি- এই স্লোগান কে সামনে রেখে,সুনামগঞ্জ তাহিরপুর শনি, ও মাটিয়ান হাওরে মৎস্য নিধন বিরোধ অভিযান।রবিবার বিকালে তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন এর নেতৃত্বে তাহিরপুর থানা পুলিশের সহযোগিতায়,শনি ও মাটিয়ান হাওরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মৎস্য নিধনের নিষিদ্ধ সরঞ্জাম আটক করেন। এ সময় অবৈধ মৎস্য আহরণকারিরা অভিযানের টের পেয়ে নিষিদ্ধ মৎস্য সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়।
আটককৃত নিষিদ্ধ মৎস্য সরঞ্জামের মধ্যে রয়েছে ১টি কোনা জাল ও ২৫পিস কারেন্ট জাল। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা, পরে সেই সরঞ্জাম উপজেলা পরিষদের সামনে আগুনেপুড়ে ভস্মীভূত করা হয় ।
তাহিরপুর উপজেলার মৎস্য কর্মকর্তা সারোয়ার হুসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ।
Leave a Reply