সোহেল আহমদ :: জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের সারীঘাট (নয়াখেল) গ্রামের বাসিন্দা মরহুম মাস্টার এ এসএম মতিউর রহমানের পুত্র এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তৈয়ব আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি……… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর গত ৬ আগষ্ট বৃহস্পতিবার রাত ৯:৪৫ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ৫ বোন- ২ ভাই সহ অসংখ্যা আত্মীয়স্বজন গুনগ্রাহী সহ অনেক সহকর্মী রেখে গেছেন।
ফয়েজ আহমদ বাবর গত ২ আগস্ট রোববার দুপুরে কানাইঘাট উপজেলায় একটি শালিস বিচারে যাওয়ার পর তিনি হাঠাৎ ষ্টুক করলে সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে মঙ্গলবার তাকে সিলেট ওসমানী হাসপাতাল ও পরবর্তী সময়ে ন্যাশনাল হাট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সিলেট শহরের নুরজাহান হাসপাতালের আইসিইউ‘তে স্থানান্তর করা হয়। অসুস্থ্যার খবর ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকার্মী জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। উন্নত চিকিৎসার জন্য দলীয় নেতৃবৃন্দ স্থানীয় চিকিৎসকদের পরামর্শে ঢাকার স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহন করেন। বৃহস্পতিবার তাকে এয়ার হেলিক্যাপ্টর করে বিকেল ৩টায় ঢাকার প্রেরণ করা হলে চিকিৎসাদিন অবস্থায় রাত ৯:৪৫ মিঃ সময় তিনি মৃত্যু বরণ করেন।
রাতে ফয়েজ আহমদ বাবর‘র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো জৈন্তাপুর উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। নেতাকর্মীগণ কান্নার ভেঙ্গে পড়েন। খবর পেয়ে রাতেই জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং তাহার সহকর্মী শিক্ষকগণ বাড়িতে যান।
ফয়েজ আহমদ বাবর ১৯৬৯ সালে নিজপাট ইউনিয়নের সারীঘাট (নয়াখেল) গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ১৯৮৪ সালে সেন্ট্রাল জৈন্তিয়া হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দেন। তিনি জৈন্তিয়া ডিগ্রী কলেজ থেকে এইসএসসি ও সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এমএ পাশ করেন। পরবর্তীতে তিনি জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজে প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করেন।
শুক্রবার বাদ আছর সারীঘাট উত্তরপার শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময়ে মরহুম ফয়েজ আহমদ বাবর‘র কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খান, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইব্রাহীম, তৈয়ব আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুফিজুর রহমান চৌধুরী, জৈন্তাপুর উপজেলা আওয়ামীরীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ , দৈনিক সিলেটের দিনরাত এর সম্পাদক মুজিবুর রহমান ডালিম।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব ,গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, মোঃ আলাউদ্দীন, আমিনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান মেম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার , চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, নিজপাট ইউপি‘র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো: ইয়াহিয়া, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, বড়চতুল ইউপির চেয়ারম্যান আবুল হোসেন চতুলী, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারন সম্পাদক শওকত আলী, যুব লীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক কুতুব উদ্দীন, পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
Leave a Reply