ছাতক প্রতিনিধি:: ছাতকে সুরমা নদীতে চাদাঁবাজিকালে ৪জন চাদাঁবাজকে পুলিশ হাতেনাতে আটক করেছে। আজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের লাল মসজিদদের উত্তর পাশে সুরমা নদীতে চাঁদাবাজিকালে রশিদসহ পুলিশ ৪জনকে আটক করতে সক্ষম হয়েছেন।জানা যায়, দীর্ঘদিনধরে সুরমা নদীতে পৌর শহরে রশিদ ব্যবহার করে চাদাবাজি করে আসছে এই চক্র। বৃস্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ও এস আই লিটন দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌর শহরে ছোরাবনগর এলাকায় মৃত গোলাম রহমানের পুত্র রাসেল আহমদ (২৬), কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে কছির উদ্দিনের পুত্র ইমান উদ্দিন জনি (২৫), নোয়ারাই ইউপির শারফিন নগর টিলাগ্ওা গ্রামে আরব আলীর পুত্র কবির আহমদ (২২) ইসলামপুর ইউপির গনেশপুর নোয়াগাও গ্রামে মৃত সিরাজুল ইসলামের আলী আহমদ(৪০)কে ইজ্ঞিন চালিত কাঠের তৈরী নৌকা যোগে হাতে লাঠি দিয়ে নদীতে চলাচলরত বালু ও পাথর বুঝাই নৌকা ,বাল্কহেড আটকে চাঁদা আদায়কালে পুলিশ তাদের আটক করতে সক্ষম হন। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ আদালতে তাদের কে প্রেরণ করা হয়েছে। এদের বিরুদ্ধে এস আই লিটন দাশ বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে এ,এস,পি বিল্লাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরমা নদীতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
Leave a Reply