তাওহিদুল হক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারতীয় নাসির বিড়ি ও কারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে ইমন মিয়া(৩০), বালাগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে ফজলুর রহমান(২৮)। পুলিশ জানান, আজ বৃহস্পতিবার ( ২৭ আগষ্ট) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার এ এস আই মনির হোসাইনের নেতৃত্বে এ এস আই শিবলুসহ একদল পুলিশ পৌর পয়েন্টে একটি প্রাইভেট কারকে সিগনাল দিলে, সিগনাল অমান্য করে নতুন থানার সামনে এসে প্রাইভেট কারটি দু’টি ইজিবাইক (টমটম) কে ধাক্কা দেয়। পরে প্রাইভেট কার থেকে নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি ও কারসহ দু’জনকে আটক করা হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌরসভার সামনে অবস্থান নিয়ে থাকে এবং কারটি আসা মাত্র তাদেরকে আটক করা হয়।
Leave a Reply