দেশবাংলা ডেস্ক :: কুষ্টিয়া সীমান্তে এক বাংলাদেশি যুবককে গু’লি করে হ’ত্যা করার ১৫ দিন পর তার লা’শ ফেরত দিয়েছে ভা’রতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।নি’হত আবুল কাশেম (৩৫) দৌলতপুর উপজে’লার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া এলাকার আব্দুর রহমানের ছে’লে।
শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মহিষকুন্ডি সীমান্তের ৮৫/১০(এস) সীমান্ত পিলারের কাছে নোম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে কাশেমের লা’শ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)- এর কাছে ফেরত দেয়া হয়।
পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জে’লার ১৪১ বিএসএফ ব্যাটালিয়নের জলঙ্গী ক্যাম্পের অধিনায়ক বলরাম সিং এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেওয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন।
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন দৌলতপুর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) নিশিকান্ত রায়।নি’হতের ভাই মিঠু লা’শটি গ্রহণ করেন।গত ১৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপারে ভা’রতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের জন্য বিএসএফের গু’লিতে নি’হত হন গরু ব্যবসায়ী আবুল কাশেম
Leave a Reply