সিলেট প্রতিনিধি : সিলেট দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী স্টেশন রোডের গ্রীণ সুপার মার্কেটে হক বস্ত্রালয়ের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (৩০) আগষ্ট বাদ আসর স্টেশন রোডের হক বস্ত্রালয়ের নিজ দোকানে এর উদ্বোধন হয়।
এসময় ক্বারী মাোঃ আনু মিয়া দোয়া পরিচালনা করেন।
উক্ত উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান সিসিকের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সবুজপ্রতিদিনের উপদেষ্টা মোঃ ছয়েফ খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হাজী সেলিম, আব্দুল আহাদ হেলাল, তুহিন জুয়াদার, মোঃ কবির উদ্দিন (মিনু), নবী হক সেলিম, মোঃ আমিরুল ইসলাম, মহানগর যুবলীগ নেতা আব্দুর কাদির সেলিম, পলাশ, ইমরুল, পাবেল, তাহমিদুল হক, তোফাজ্জল জালালী মেশিনারি স্বত্বাধিকারী, শাহারিয়া চৌধুরী, জসিম উদ্দিন, মাহমুদুল হক, গোলজার খান, জলিল খান, কবির উদ্দিন, আজির উদ্দিন, লাবিয়া হক নাবা, জাকিয়া তাবাসসুম, তাইয়া হক নাজিয়া, ব্যবসায়ী তানভীর আহমদ প্রমুখ।
হক বস্ত্রালয়ের ঠিকানা হলো- ৩নং-দোকান, গ্রীণ সুপার মার্কেট, স্টেশন রোড সিলেটে।
এখানে আপনারে পাচ্ছেন- লুঙ্গি, গেঞ্জি, টাওয়াল, গামছা, শাড়ি, আনরেডি থ্রী-পীছ ফ্রাগ, জাঙ্গিয়া, রুমাল, মেক্সি, ব্রা, পেন্টি, বিছানার চাদর, জাকাতের কাপড়, কাপনের কাপড়, স্কুল ড্রেস, মশারী সহ আরো নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন আইটেমের কাপড় পাওয়া যায়।
Leave a Reply