স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে দুইপক্ষ সংঘর্ষের প্রস্তুতিকালে জগন্নাথপুর থানা পুলিশ ৫ জনকে গ্রেফতার করে।
৩১ আগস্ট সোমবার জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম, এসআই অনিক চন্দ্র দেব ও এসআই সাফায়েত হোসেনের নেতৃত্বে পুলিশ দল মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতিকালে টেটা, বল্লম, সুলফি, লাঠিসোটা সহ বিপুল উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হাকিম উল্লার ছেলে ছইল মিয়া, মৃত আতা উল্লার ছেলে হাবিবুর রহমান হবি, মৃত মনোহর আলীর ছেলে বেলাল মিয়া, মৃত ওয়াহাব আলীর ছেলে নাহিন মিয়া, মৃত আফিজ উল্লার ছেলে আবদুল হাইকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply