জগন্নাথপুর অফিস:: সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঁদাবাজি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী শাহজাহানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার হওয়া চাঁদাবাজ উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ (ওয়াহিদনগর) এলাকার আশিকুর রহমানের ছেলে। সে জামাত সমর্থিত শাহ আলম’র সহোদর।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমারের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী এসআই অনিক।
তিনি বলেন, ২০১১ সালের একটি চাঁদাবাজির মামলায় শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। গতকাল ৭টার দিকে বাউধরণ থেকে তাকে গ্রেফতার করে আজ (বৃহস্পতিবার) আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply