বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সূর্বণকোনা গ্রামের কদ্দুছ মিয়ার মেয়ে সোনিয়া বেগম (১২) গত ১০ অক্টোবর থেকে নিজ বাড়ি থেকে বাহির হয়ে আর বাড়িতে আসেননি। এত দিন অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। তাঁর গায়ের রং ফর্সা। উচ্চতা আনুমানিক ৪ ফুট ১ ইঞ্চি, মুখমন্ডল লম্বাকার। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে লাল স্যালয়ার ও লাল কামিজ পড়া ছিল।
এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার জিডি নং ৬৪৭। কোনো হৃদয়বান ব্যক্তি তার মায়ের সন্ধান পেয়ে থাকলে তার বাবা কদ্দুছ মিয়ার মুঠোফোন নম্বরে (০১৩১০-৩৫২৮৬৯) যোগাযোগ করতে অনুরোধ করেন মেয়ের বাবা।
এ ব্যাপারে কিশোরীর বড় ভাই কাইয়ুম মিয়া বলেন, আমার বাবা মা সহ ভাই ও বোনের পরিবার। আমার বোন প্রায় ৬ দিন ধরে নিখোঁজ অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাই নাই। থানায় জিডি করেছি। জিডির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুরের থানায় ডিউটিতে থাকা এএসআই সোহেল আহমদ বলেন, ১২ বছরের মেয়ে হারানোর একটি জিডি করা হয়েছে।
Leave a Reply