ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে ৬টি মামলার আসামী নৌ-পথের চাঁদাবাজ ইদন মিয়াকে গ্রেফতার করেছ থানা পুলিশ । ছাতক থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেবের দিক নির্দেশনায় ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্তে সংগীয় এএসআই মহিউদ্দিন সহ ৬টি মামলার আসামী নৌ-পথের চাঁদাবাজ ইদন মিয়া(২৫) পিতা-আব্দুর রশিদ , সাং বাগবাড়ী থানা-ছাতক , জেলা-সুনামগঞ্জকে গত ২০/১০/২০ইং শিবটিলা এলাকা হইতে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে উক্ত আসামী সহ তাহার সহযোগী আসামীগন গত ২০/১০/২০ইং তারিখ রাত্র অনুমান ০৮.০০টার সময় ছাতক রইছ বোডিং এর পিছনে সুরমা নদীতে নোঙ্গর করা তাহিরপুর থানাধীন আতিকুল আলমের বালুবাহী নৌ-যানে ১০০০/- টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় উক্ত আসামী সহ তাহার সহযোগী আসামীগন রাত্র ০৩.০০টার সময় দেশীয় অস্ত্রশস্ত্র সহ নৌ-যানে হামলা করিয়া ০৫টি মোবাইল সহ নগদ ৪৫,০০০/-টাকা ছিনাইয়া নিয়ে যায়। সংবাদ পেয়ে উক্ত ঘটনার মুল হোতা ইদন মিয়াকে ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম গ্রেফতার করিতে সক্ষম হন।
উক্ত আসামীর বিরুদ্ধে চাঁদাবাজী , চুরি, ছিনতাই , মাদক সহ ৬টি মামলা রয়েছে ।
Leave a Reply