হিফজুর রহমান তালুকদার জিয়া।
সুনামগঞ্জের জগন্নাথপুরে কথিত সংবাদ কর্মী আলী হোসেনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (২৭ জুন) জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলী গ্রামের মৃত আব্দুন নূর পীরের ছেলে পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য গোলাম রব্বানী বাদী হয়ে আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জগন্নাথপুর জোন সুনামগঞ্জে এ মামলাটি দায়ের করেছেন। মামলার বাদী গোলাম রব্বানী জানান মামলায় অভিযুক্ত আলী হোসেন জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর (কামরা বাড়ির ) জগন্নাথপুর বাজারের পুরাতন মুরগ ব্যাবসায়ী মৃত জহুর আলীর ছেলে। তার বংশগত ভাবে কাহারো নামের সাতে খান উপাধি নেই কিন্তু সে তার নামের আগে সাংবাদিক ও নামের পরে খান ডিগ্রী লাগিয়ে নিজেকে সাধারণ মানুষের কাছে অনেক বড় মাফের ব্যাক্তি পরিচয় দিয়ে প্রতিনিয়ত প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছ। কিছু দিন আগেও মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাইমস্ এর কাজ করে কোনো মতে সংসার চলছিল। কিছু দিন ধরে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে যাচ্ছে।
আদালতে দায়েরকৃত সিআর মোকাদ্দমা নং ১২৮/২০২০ইং মামলায় উল্লেখ করা হয়, আসামী আলী হোসেন সন্ত্রাসী, চাদাঁবাজ, টগ, প্রতারক ও আইন অমান্যকারী প্রকৃতির লোক ও টাইলস্ মিস্ত্রী। পক্ষান্তরে আমি একজন নিরীহ শান্তিপ্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক হই। আমি সুনামের সহিত এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কর্মকান্ডের সহিত জড়িত হইয়া শতস্পূর্তভাবে কাজ করিয়া আসিতেছি। এলাকায় আমার ভালো পরিচিতি ও সুনাম থাকায় আমাকে পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য নিয়োগ করা হয়। যা গত ১৫ জুলাই ২০২০ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট কর্তৃক অনুমোদিত হয়। আমি এডহক কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার বিভিন্ন প্রবাসীদের অর্থায়নে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। তিনি মামলায় উল্লেখ করেন ঘটনার তারিখ ও সময়ে আসামী আলী হোসেন অনাধিকার প্রবেশ করিয়া আমার নিকট ৫০হাজার টাকা চাঁদাদাবী করে। চাঁদা না দিলে আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মানহানীকর লেখা প্রচার ও প্রকাশ করিয়া মান সম্মান হানি করিব। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আসামী আমার বিরুদ্ধে দেশপ্রান্ত নামের অনলাইন পোর্টালের মাধ্যমে মানহানীকর সংবাদ প্রচার করে। যাহাতে আমি সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হই। তিনি আরো উল্লেখ করেন আসামী ভূয়া সাংবাদিক পরিচয় দিয়া এলাকার নিরীহ শান্তিপ্রিয় মানুষকে বিভিন্ন ভাবে নির্যাতন ও হয়রানী করিয়া আসিতেছে। ঘটনার বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিগনকে অবগত করিয়া আদালতে মামলা দায়ের করিলাম।
Leave a Reply