সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় গুরুতর জখমী মাইন উদ্দিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোয়ারাবাজর থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও আসামীরা এখনো রয়েছে ধরাছোয়ার বাইরে। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে। জানা যায়, দোয়ারাবাজার উপজেলার নরসিং পুর ইউনিয়নের হাবিবনগর গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার শিকার হন তানিয়া আক্তার লাকী। এ ঘটনাটিকে কেন্দ্র করে গত ২৭ শে সেপ্টেম্বর বিবাদীরা একত্রিত হয়ে পূর্ব পরিকল্পনা নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্র সাথে নিয়ে হামলা করে। এ ঘটনায় গুরুতর আহত হন মাইন উদ্দিনসহ পাঁচজন জখম প্রাপ্ত হলে গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এম.এ.জি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এবং চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত জখমী মাইন উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় যার মামলা নং (১৫ তারিখ ৩০.০৯.২০২০)। কিন্তু হত্যা মামলা হলেও আসামীরা এখনো রয়েছে ধরা ছোয়ার বাইরে। এমনকি দিনদুপুরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামীরা। এ বিষয়ে মামলার বাদী আলামিন অভিযোগ করে জানান, হত্যা মামলাটি তুলে নেয়ার জন্য আসামীরা বারবার তাকে হুমকি প্রদান করছে। এ ব্যাপারে দোয়ারাবাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির আলম জানান, হত্যা মামলার অসামীদের কে গ্রেফতার করার জন্য আমাদের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চলছে। এবং শিঘ্রী তাদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।
Leave a Reply