জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
ফ্রান্সে মহনবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুুপুরে জগন্নাথপুর উপজেলার ২৮টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ আয়োজনে হাজারও মুসলিম জনতার উপস্থিতিতে পৌর পয়েন্ট থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়র প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়।
বিশাল এই বিক্ষোভ মিছিলে জগন্নাথপুর উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে আদর্শ সমাজ কল্যান যুব সংঘ, বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ, স্বপ্নসিড়িঁ সমাজ কল্যাণ সংস্থা ইসলামপুর, স্টুডেন্টস কেয়ার, ইয়াংস্টার, আলোর প্রত্যাশা সামাজিক সংগঠন, রসুলপুর সমাজ কল্যাণ সংস্থা, এরালিয়া বাজার ছাত্র ঐক্য সংগঠন, নিউ এম এম ইংলিশ কোচিং সেন্টার, মুক্ত সমাজ কল্যাণ সংস্থা, জগন্নাথপুর থিয়েটার, জগন্নাথপুর ছাত্র কল্যান পরিষদ এম.সি.কলেজ সিলেট, চিলাউড়া মাঝপাড়া সমাজ কল্যাণ পরিষদ, প্রাক্তন ছাত্র পরিষদ রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হযরত শাহজালাল (রহ.) তরুন যুব সংঘ মোহাম্মদপুর সেরা, ফ্রেন্ডস ক্লাব রানীগঞ্জ, জাবেদ শাহ সমাজ কল্যান সংস্থা লোহারগাঁও, আলোকিত সমাজ কল্যান সংস্থা ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউ/পি, স্টুডেন্টস ওয়েলফার ট্রাস্ট সাচায়ানী-নন্দিরগাঁও, ইজমা ওয়েলফার ট্রাস্ট ইছগাঁও পূর্বপাড়, তালতলা যুব সংঘ, সৈয়দপুর শাহ শামসুদ্দিন (র.) ইসলামী একাডেমি, আল-আকবর তরুন আলেম সমাজ ভবের বাজার, আল-ইনসাফ যুব সংঘ মইজপুর, কিশোরপুর সমাজ কল্যাণ সংস্থা হবিবপুর, ক্রিকেট ডেভেলপমেন্ট অব পাটলী ইউনিয়ন, হাবিবিয়া ইসলামিয়া সমাজ কল্যাণ সংস্থা লোহারগাঁও এবং জগন্নাথপুর উপজেলা মানব কল্যাণ সংস্থার নেতা-কর্মীরসহ উপজেলার বিভিন্ন শ্রেনি-পেশার ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।
Leave a Reply