স্টাফ রিপোর্টর::
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাসেল মিয়া (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সূত্র জানায় আজ মঙ্গলবার(১০ই নভেম্বর ) দুপুরে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের হাওরের বেরি বাঁধের উপর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি দিরাই উপজেলার ভাটি ধল গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে জগন্নাথপুর উপজেলার শেষ সীমানা সালদিঘা গ্রামের হাওরের বেরি বাঁধের উপর স্থানীয়রা অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায়ে থানায় খবর দিলে। এসআই জিয়া উদ্দিনের নেতৃত্ব একদল পুলিশ লাশটি উদ্ধার করার পর লাশটির পরিচয় জানতে পারে। তবে এখনও এ ঘটনার কোন কারন জানা যায়নি।
জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ জনাব ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। লাশটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট আসার পর জানা যাবে।
Leave a Reply