বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে।মৃত্যু ব্যক্তির নাম রিপন মিয়া (২৮) সে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
পুলিশ জানায়, রিপন মিয়া সোমবার রাতে খাওয়া ধাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়। হঠাৎ চিৎকার শুনে পরিবারের লোকজন ঘরে ঢুকে তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক শাহবলম সিদ্দিকী জানান,কিটনাশক খেয়ে যুবকের মৃত্যু হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পৌঁছার আগেই সে মারা যায়।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক সাফায়েত আহমদ জানান,মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply