আনোয়ার হোসেন যুক্তরাজ্য থেকে::
আমি ও ভাতিজা জম জম রশিদ এবং ভাগিনা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ও আন্তর্জাতিক সংবাদ ফোরামের যুক্তরাজ্য সভাপতি আনোয়ার হোসাইন যখন আমাদের চিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্হাপনের সময় দেশে থাকিয়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্হাপন করে আসি। তখন ভাতিজা জিলুর রশিদ লিল ও দেশেই ছিল । মসজিদের ভিত্তিপ্রস্তর স্হাপনের পরে আমরা একদিন আমাদের খেলার মাঠে উপস্হিত ছিলাম তখন ভাতিজা শহিদুল ইসলাম বকুল , ভাতিজা প্রফেসার ছব্বির আহমদ , ভাই আব্দুল গফুর , ভাই আব্দুল মন্নান , ভাতিজা লুলু মেম্বার , কবি আল্তাব আলী ,
ভাতিজা ছায়াদ মিয়া , ভাগিনা প্রয়াত আব্দুল মোতাল্লিব , ভাতিজা নূর মিয়া মেম্বার , , পুতরা হানিফ উল্লাহ , ভাই শেরুজ্জামান , ভাতিজা আলেক মিয়া , ভাতিজা ছনর উদ্দিন , সমধলের জুলহাস মিয়া , মাঝ পাড়ার হাবিব , মাঝ পাড়ার ভাগিনা হারুন , মোল্লা বাড়ীর লেবন মিয়া , পুন্জির গৌছ মিয়া , কবি রুপ মিয়া , নোয়া পাড়ার জামাল হোসাইন , আব্দুল গফুর ও লণ্ডনী আব্দুল আজিজ সহ গ্রামের অনেকই উপস্হিত ছিলেন , এখানে সকলের নাম উল্লেখ করতে না পারাতে দূ:থিত । আমরা তখন সাব্যস্ত করে ছিলাম যে আমরা প্রথমে আমাদের হাই স্কুলে দুইটি ক্লাস খোলে কলেজেট হাই স্কূলে রুপান্তরিত করে কলেজ শুরু করার জন্য ও পরে ধীরে স্হীরে একটি পূর্ণাঙ্গ কলেজে প্রতিষ্ঠা করার জন্য । চিলাউড়া গ্রামেই যেন কলেজ প্রতিষ্ঠা করা হয় সে ব্যাপারে আমাদের মন্ত্রী মহোদয়ের ঙ্ঘ্যার্থে রিজন্যাল শিক্ষা দপ্তরে একটি দরখাস্ত ও করা হয় । এখনে ব্যাক্তি বিষেশের কোন একক প্রচেষ্টা মোটেই কার্যকর নয় , কাজেই প্রসংশার দাবীদার সমগ্র গ্রামবাসী । গ্রামের বৃহত্তর স্বার্থে আমাদেরকে কলেজ প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করতে হবে সম্পূর্ণ খোলা মন নিয়ে নেইম ও ফেইমের উর্দ্ধে উঠে । সততা , দক্ষতা ও বিছক্ষনতা এবং মেধা প্রয়োগ করে আমাদেরকে আমাদের কলেজ প্রতিষ্ঠার কাজে অগ্রসর হতে হবে । আমি আশা করি আমাদের সামগ্রিক প্রচেষ্টা আমাদেরকে সফলতা এনে দিবে ।
মোহাম্মদ গুলজার হোসাইন( গুলফর মিয়া )-সেইন্ট আলবান্স-ইউকে ।
Leave a Reply