জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ইশানকোনা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সাবেক কৃতি ফুটবলার উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তুহেল মিয়ার স্বদেশ প্রত্যবর্তনে মোটর সাইকেল শোভাযাত্রা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার নয়াবন্দর বাজার এলাকায় ফুল দিয়ে বরণ শেষে মটর সাইকেল শোভাযাত্রায় নিজ বাড়ি সৈয়দপুর ঈশান কোনা গ্রামে নিযে আসা হয়। পরে জগন্নাথপুর উপজেলাবাসীর আয়োজনে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে সাবেক কৃতি ফুটবার যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল মিয়া বলেন, আমি আপনাদের ভালবাসায় মুগ্ধ। আপনারা মটর সাইকেল শোভাযাত্রা করে আমাকে নিয়ে আসায় আমি চির কৃতজ্ঞ। প্রবাসে থেকে এলাকার গরীব দু:খী মানুষের খোজ খবর নিয়েছি এবং সাধ্যমত তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তিনি এলাকার মানুষের কল্যানে কাজ করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সিলেট মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এস এম সুহেলের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক আব্দুল হাই, সৈয়দ আবিদ আহমদ প্রমূখ। এসময় জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, সৈয়দ হাবিল মিয়া, হাসনু জিম্মাদার, মারজান কোরেশী, মো: হাসান আহমদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply