স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইকারি শুটকির দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ড শুটকির গুদাম ঘর আগুনে পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক জানিয়েছেন ।
(২১ মার্চ) রোববার দুপুর ১২ ঘটিকার সময় জগন্নাথপুর সদর বাজারের হেলিপেট এলাকার পুরাতন শুটকি পট্টির একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসলেও ততক্ষণে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।
গুদামের মালিক মজবিল আলী জানান, হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে ছুটে এসে দেখি আমার সব কিছুর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। কিভাবে আগুনে লেগেছে তা জানি না। গুদামে ১০০ মটকা শুটকি ছিল। সব মিলিয়ে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান ।
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আল মামুন জানায়, খবর পাওয়ার সাথে সাথে আমরা ছুটে এসে দেখি আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে ।
Leave a Reply