একরাম হাসানঃ
শিক্ষার্থীদের ইউনিক আইডি (ইউআইডি) প্রণয়নের জন্য নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো- ব্যানবেইস’র এস্টাবলিশমেন্ট ইন্টিগ্রেটেড এডুকেশনাল ম্যানেজমেন্ট সিস্টেম (আইইআইএমএস ) প্রকল্প।
বুধবার (২৬ মে) আইইআইএমএস প্রকল্পের পরিচালকের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। দেশের সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও তত্ত্বাবধায়কদের এই নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিরে কারণে শিক্ষার্থীদের ইউআইডি প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে হাজির করার মাধ্যমে তথ্য ছক সরবরাহ এবং প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন জন্ম সনদ জমা দেওয়া সংক্রান্ত নোটিশ জারির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ঝুঁকিসহ শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
বুধবার আঞ্চলিক পরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল সভার মতামতের আলোকে ‘আইইআইএমএস’ প্রকল্পের মাধ্যমে তথ্য ছক পূরণ এবং ডেটা এন্ট্রি সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত না হওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত তথ্য ছক পূরণ কার্যক্রম আপাতত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরুর পর ইউআইডি প্রদান কার্যক্রম পর্যাক্রমে গ্রহণ করা যেতে পারে। তথ্য ছক পূরণের সমসয়সীমা পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।
Leave a Reply