মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আবারো পাঁচজন করোনা ভাইরাসে সনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌর শহরের ৩ জন, উপজেলার পাটলী ইউনিয়নের ১ জন ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ১ জন।
আজ ২৪ জুন বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
করোনার দ্বিতীয় পর্বে গত ২৪ ঘন্টায় জগন্নাথপুরে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ৫ জন। বিগত ১৩ জুন ৪ জন করোনা সনাক্ত হন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুদন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, জগন্নাথপুর উপজেলায় এপর্যন্ত ২৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এর মধ্যে সুস্থ আছেন ২৩৫ জন এবং মৃত্যু বরন করেছে ১ জন। ১০ জন হোম আইসোলেশনে আছেন ও দুইজনকে হাসপাতালে ভর্তি আছেন।
Leave a Reply