মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলীর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সৈয়দ মনোয়ার আলী সৈয়দপুর হারিকোনা গ্রামের বাসিন্দা।
আজ ২৫ জুন শুক্রবার জুম্মার নামাজ শেষে হযরত শামসুদ্দিন (রঃ) দরগাহ জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দ মনোয়ার আলীর জানাজার নামাজে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ -সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ,যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, প্রচার সম্পাদক আলহাজ্ব আব্দুল জব্বার,আওয়ামিলীগ নেতা মুজিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন ভূইয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ লাল মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ছালেহ আহমদ ছোট মিয়া,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাপরোজ ইসলাম মুন্নাসহ জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামিলীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় ও তৃনমুল পর্যায়ের নেত্রীবৃন্দের পাশাপাশি বিভিন্ন এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জানাযায়, সৈয়দ মনোয়ার আলী বিগত ২৪ জুন বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসার জন্য তাকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্মরত চিকিৎসক ঐসময় তাকে মৃত ঘোষনা করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সৈয়দ মনোয়ার আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply