মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের যুগলনগর থেকে হায়দরপু-সুনামগঞ্জ-সিলেটের সাথে কৈতক সড়কের সংযোগ রাস্তার কিছু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় ঐ এলাকার লোকজনের যাতায়াতের একমাত্র ব্যবস্থা হচ্ছে বাঁশের সাঁকো।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলে এই সড়কটি পানিতে তলিয়ে যায়। পানিতে তলিয়ে যাওয়ায় সড়কটি ভাঙতে ভাঙতে গর্তে পরিণত হয়েছে। এমনিতেই সড়কের বেহাল দশার কারণে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতো। এর মধ্যে প্রায় সপ্তাহ দুয়েক আগে পানিতে সড়ক তলিয়ে যায়। এতে বন্ধ হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। এ সময় স্থানীয়দের উদ্যোগে তলিয়ে যাওয়া আধা কিলোমিটার সড়কে বাঁশের সাঁকো নির্মাণ করে জনসাধারনের যাতায়াতের ব্যবস্থা করা হয়। এছাড়াও এখানে রাখা হয়েছে খেয়া নৌকা। এই সড়কে এখন আর কোন যানবাহন চলাচল করছে না। শুধু পায়ে হেঁটে মানুষ যাতায়াত করছেন। জগন্নাথপুর ও ছাতক উপজেলার সেতুবন্ধন জনগুরুত্বপূর্ণ এ সড়কটি তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
প্রসঙ্গত সুনামগঞ্জের জগন্নাথপুর ও ছাতক উপজেলায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে ১১ কিলোমিটার সড়ক নির্মান করা হলেও কাজে আসছেনা জগন্নাথপুর ও ছাতক উপজেলার মানুষের। আধা কিলোমিটার রাস্তায় কাজ না হওয়ায় ১০ কিলোমিটার ঘুরে যেতে হয় এই এলাকার মানুষদের।
সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর ও ছাতকের মধ্যবর্তী পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ- আউসকান্দি আঞ্চলিক মহা সড়কের সংযোগ রাস্তা যুগলনগর-কৈতক-সুনামগঞ্জ- সিলেটের সাথে যোগাযোগের একমাত্র সংযোক্ত সড়কে দুর্ভোগ পুহাতে হচ্ছে ৩০-৪০টি মানুষদের। জগন্নাথপুর হয়ে হায়দরপুর কৈতক সড়ক ছাতকের দক্ষিণ পশ্চিমাঞ্চল জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বাসীর একটি গুরুত্বপূর্ণ সড়ক। ছাতক উপজেলার পশ্চিমাঞ্চলের প্রায় ১০ থেকে ১৫ টি গ্রামের মানুষ এই সড়ক দিয়ে জেলা শহর সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-আউসকান্দি হয়ে রাজধানী ঢাকা শহর যেতে অনেক সময় ও অর্থ বাচে। এছাড়াও এই রাস্তা দিয়ে জনসাধারণ নিরাপদে যাতায়াত করতে পারেন। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের লোকজনের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে কলকলিয়া ইউনিয়নের প্রায় ১০-১৫টি গ্রামের মানুষ স্বল্প খরচে ও কম সময়ে বিভাগীয় শহর সিলেট ও জেলা শহর সুনামগঞ্জসহ উপজেলা সদরে যেতে অনেক সুবিধা হয়। কলকলিয়া ইউনিয়নের যুগলনগর গ্রামের প্রায় আাধা কিলোমিটার রাস্তার কাজ না হওয়াতে ১০ কিলোমিটার রাস্তা ঘুরে সিলেট সুনামগঞ্জ জগন্নাথপুরসহ বিভিন্ন জায়গায় যেতে হয় এই অঞ্চলের মানুষের।
Leave a Reply