মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন এনজিও সংস্থার ব্র্যাক ব্যাংক থেকে ঋন নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকেরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমন রোধে সরকার একের পর এক লকডাউন দিয়ে আসছে এতে করে নিম্ন আয়ের লোকজন কাজকর্ম করতে না পারায় পরিবারের সদস্যদের নিয়ে কোন রকম খেয়ে না খেয়ে দিনাতিপাত কাটাইতেছে। এমন পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের এনজিও সংস্থা ব্র্যাক ব্যাংকের মাঠকর্মীরা ঋন গ্রহীতাদের দ্বারে দ্বারে গিয়ে কিস্তি আদায়ের জন্য মরিয়া হয়ে উঠেছেন। এমনকি কিস্তির টাকা আদায় না করে তারা ফিরেননি।
ঋনগ্রহীতারা জানান, আমরা কঠোর লকডাউনে রুজিরুগার করতে না পারায় পরিবারের লোকজনদের নিয়ে অনেক কষ্টে আছি।এর মধ্যে এনজিও সংস্থার ব্র্যাক ব্যাংকের কর্মীরা কিস্তি আদায়ের জন্য আসলে আমরা ঘাডাকা দিয়ে থাকতে হয়। তারপরও কিস্তি আদায় না করে তারা বাড়ীতে থেকে ফিরেননি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানাই কঠোর লকডাউনে এনজিও সংস্থা ব্র্যাক ব্যাংককের কিস্তি আদায় বন্ধ রাখার জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্র্যাক ব্যাংকের এক মাঠকর্মী বলেন, সরকার থেকে আমাদের কোন নির্দেশ না দিলে আমরা আমাদের কিস্তি আদায় অব্যাহত রাখব।
Leave a Reply