রিয়াজ রহমান:
জগন্নাথপুর উপজেলায় দুই কোটি ১৩ লাখ ৭৭ হাজার টাকা ব্যায়ে চারতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে।।
আজ বৃহস্পতিবার (১২ আগষ্ট) পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনকালে মন্ত্রী বলেন, বাঙ্গালী জাতির বীর সন্তান হলেন আমাদের মুক্তিযোদ্ধারা। জাতীর এই চেষ্ট সন্তানেরা তাদের নিজের জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছে। বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের কল্যানে কাজ করে যাচ্ছে।
উদ্বোধনকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম,অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ,সুনামগঞ্জ জেলা কৃষি বিভাগের উপ পরিচালক ফরিদুল হাসান, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply