হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহড়া ইউনিয়নে অবস্থিত সোনাই নদী রাবার ডাম যেটি হবিগঞ্জ জেলার ভিতরে দর্শনার্থীদের নিকট মিনি কক্সবাজার নামে পরিচিত হয়েছে।
প্রতি মাসের সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন প্রায় কয়েক হাজার দর্শনার্থীরা এসে প্রচুর পরিমাণে ভিড় করে সোনাই নদী রাবার ডাম দর্শনার্থীদের পরিচিত মিনি কক্সবাজারে।
তবে দর্শনার্থীদের দাবি এই বিনোদন স্থানটিতে বিভিন্ন রকমের সুন্দর্য বাহারের ডিজাইন ও বিনোদনের প্রধান প্রকল্প করা। এই দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট।
অপর দিকে,দেশে মহামারি করোনা ভাইরাস এর কথা মাথায় রাখতে হবে সবাই।এবং করোনা সতর্কতা অবলম্বন করতে হবে সকল দর্শনার্থীরা।এমনকি সকল প্রকার আইন শৃঙ্খলা বিষয়ে অবগত থাকার ও নির্দেশ করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
Leave a Reply