চুনারুঘাট প্রতিনিধি::
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউপির বাগিয়ারগাঁও গ্রামের মোঃ লেদু মিয়ার পুত্র মোঃ লিমন মিয়াকে(১২) আজ ৫ দিনেও খোঁজে পাওয়া যায়নি।
বিগত বুধবার (২৫ শে আগষ্ট) সকাল আনুমানিক ৯ ঘটিকায় পরিবারের নিত্যপ্রয়োজনীয় বাজার সদাই ক্রয় করতে ইউপির স্থানীয় বাসুল্লা বাজারে গেলে আর ফিরে আসেনি।
লিমনের গায়ের রং ফর্সা,উচ্চতা ৪ ফুট,হারিয়ে যাওয়ার সময় পড়নে ছিলো সবুজ রঙের ফুলহাতা সার্ট ও থ্রীকোয়াটার প্যান্ট।
গত ২৮ আগষ্ট চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে । যাহার নং ১৬৫১। এদিকে পুত্র শোকে কাতর বাবা মা। যদি কোন স্বহৃদয়বান সন্ধান পান নিম্ন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। লেদু মিয়া- 01794520230
Leave a Reply