নিজস্ব প্রতিবেদক: :
সিলেটের ‘বালুচরে টিলা কাটার মহোৎসব : নীরব কর্তপক্ষ ‘ শিরোনামে দৈনিক সিলেট এক্সপ্রেস পত্রিকায় গত ২৭ আগস্ট ২০২১ ইং তারিখে দৈনিক সিলেট এক্সপ্রেস পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোঃ রায়হান হোসেনের লেখা সংবাদটি প্রকাশিত হওয়ার পর পরই টনক নড়েছে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের।
এরই ধারাবাহিকতায়, গত ৩১ আগস্ট ২০২১ ইং তারিখে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে শাহপরান (রহঃ) থানায় সিলেট বালুচর এলাকার চিহ্নিত ৯ জন ভূমি খেকোসহ আরো অজ্ঞাতনামা ১০-১২ জন ভূমি খেকোকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যাহার শাহপরান (রহঃ) থানার মামলা নং- ২৮।
সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের দায়েরকৃত মামলার আসামিরা হচ্ছেন, শাহপরান (রহঃ) থানাধীন সেনপাড়া এলাকার মৃত হাজী আব্দুল লতিফের দুই পুত্র এলাকার বিশিষ্ট ভূমি খেকো মোঃ আবুল বশর ও আব্দুল মোছাব্বির, উত্তর বালুচর জোনাকি এলাকার আব্দুল মিয়ার পুত্র ভূমি খেকো হাসান আলী ও ভূমি খেকো এহসান মিয়া, একই এলাকার মুজিবুর রহমানের পুত্র ভূমি খেকো আছলাম মিয়া, তেরা মিয়ার পুত্র ভূমি খেকো কালা শাহজান, মৃত আতর আলীর পুত্র ভূমি খেকো আলকাস, মৃত আক্কাস মিয়ার পুত্র ভূমি খকো কামরান ও ভূমি খকো নজরুল ইসলামসহ অজ্ঞাত আরো প্রায় ১০-১২ জন ভূমি খেকো।
এ ব্যাপারে শাহপরান (রহঃ) থানার ওসি তদন্ত মুঠোফোনে মামলার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ অধিদপ্তর মামলা করেছেন। মামলার আসামিদের পরিবেশ অধিদপ্তর গ্রেফতার করবেন আমরা উনাদের সহযোগিতা করবো।
এ ব্যাপারে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ এমরান হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে জানান, তিনি চার দিন থেকে অসুস্থ এখন এ বিষয়ে তিনি কোন কথা বলতে পারবেন না।
Leave a Reply