রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি।
মৌলভীবাজার সদর উপজেলায় খলিলপুর ইউনিয়নে,
শিক্ষা সেবা ও দাওয়াহ স্লোগানকে ধারণ করে যাত্রা করা শেখ আবুসাদ নগর ফাউন্ডেশন এবারও সবার জন্য টিবওয়েল সেলাই মিশিন এবং এতিম,মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বই-পোস্তক খাতা-কলম ইত্যাদি প্রকল্প বাস্তবায়ন করেছে।
সংস্থাটির প্রতিষ্ঠাতা মাও:শেখ আবুসাদ (রহ:)শেখ আবুসাদ নগর ফাউন্ডেশন এর পক্ষ থেকে মাসজিদ মাদ্রাসা টিবওয়েল সেলাই মিশিন ইত্যাদি দিয়েছেন।
তারই ধারাবাহিকতায় আজ ০৫/০৯/২১তারিখ রোজ রবিবার দেওয়ান নগর এর উসমান মিয়াকে একটি টিবওয়েল দেয়া হয়েছে।
সংঘটনের বর্তমান পরিচালক মাওলানা শেখ সুলতান বিন সাদ বলেন “এর মাধ্যমে অসংখ্য অভাবী পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ।”
টিবওয়েল বিতরণ কালে উপস্থিত ছিলেন শেখ আবুসাদ নগর ফাউন্ডেশনের সভাপতি শেখ আবু আহমদ, উপদেষ্টা ফখরুল ইসলাম
মাও.আশরাফ মিয়া, রুমান মিয়া,
সংগঠনের অর্থ সম্পাদক শেখ মোহাম্মদ সুমন,
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন
হাফিজ আরিয়ান আহমদ, হাফিজ ফয়ছল, মোহা.আব্দুস সামাদ
মোহা.উসমান মিয়া এবং প্রচার সম্পাদক সাংবাদিক রিপন মিয়া ও সাংগঠনিক সম্পাদক
হাফিজ শেখ হাদি বিন সাদ প্রমুখ।
২০০৯ সালে যাত্রা করা শেখ আবুসাদ নগর ফাউন্ডেশন
বিশিষ্ট ও জনপ্রিয় সমাজ সেবক খতীবুল মাসজিদাঈন মাও. শেখ আবুসাদ (রহ:) শেখ আবুসাদ নগর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা । তার হাত ধরেই মূলত সংস্থাটির কার্যপরিধি দিন দিন বিস্তৃতি লাভ করছে। শেখ আবুসাদ নগর ফাউন্ডেশন একটি অরাজনৈতিক অলাভজনক শিক্ষা দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। আর্তমানবতার সেবা কর্মসংস্থান তৈরি দারিদ্র্য বিমোচন বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা ত্রাণ বিতরণ স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদাণ এ ধরনের কাজের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে কাজ করছে বেসরকারি এই সেবা সংস্থাটি।
আল্লাহ তায়ালা শেখ আবুসাদ নগর ফাউন্ডেশন কে কবুল করুন।আমিন।
Leave a Reply