হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকৃষ্ণনগর ০৬ নং ওয়ার্ডের হাজার মানুষের চলাচলের রাস্তা বিগত অনেক বছর যাবত বেহাল অবস্থা পরে রয়েছে।এতে রাস্তাটি দিন দিন বেহাল অবস্থা থাকার কারণে চলাচল করতে পারেন না বসবাস কারীরা।
পরে বুধবার (২২ সেপ্টেম্বর) স্হানীয় তরুণ মানবিক আনন্দ সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের নিজেদের কোদাল,টুকরি,চালা,বাঁশ,রশি সহ ইত্যাদি কিছু সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘ দিনের বেহাল রাস্তা সংস্কার করা হয়েছে।
সংস্কার কাজ করার সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ জামাল,মোঃ সজিব মিয়া,মোঃ রকিব মিয়া,মোঃ ফয়সল মিয়া,মোঃ মিন্টু মিয়া,মোঃ অপু মিয়া,মোঃউজ্জ্বল মিয়া,মোঃ জাবেদ মিয়া সহ অনেকেই।
Leave a Reply