নবী গঞ্জ প্রতিনিধি::
আউশকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে কর্মী সভা অত্যন্ত ঝাঁকজমক পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) বিকাল ৩টায় মিঠাপুর প্রাইমারী স্কুল প্রাঙ্গনে।ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোঃ লুৎফুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে হলে তৃণমূলের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ওয়ার্ডকে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিণত করতে হবে। দলের তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে জাতীয় পার্টির প্রাণ।
পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজন শক্তিশালী সংগঠন। যে সংগঠনের নেতাকর্মীরা তাদের রাজনৈতিক আদর্শ দিয়ে এ দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের কথা বলবে।
তিনি কর্মী সভায় আরো বলেন, জাতীয় পার্টি ছাড়া এদেশের কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে না। দেশের জনগণের উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে দারিদ্রতা মু্ক্ত করতে জাতীয় পার্টিকে আরো একবার ক্ষমতায় দেখতে চায় দেশের জনগণ। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে এ দেশের সাধারণ মানুষের তাদের ভাগ্যের পরিবর্তন হয়। গরীব থেকে উচ্চবিত্ত মানুষের ক্রয় ক্ষমতা থাকে সীমাবদ্ধতায়।
উপজেলা যুবসংহতিনেতা আব্দুল হাই এর সঞ্চালনায় আয়োজিত কর্মী সভায় বিশেষ অতিথি বক্তব্য দেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক খলিলুর রহমান চৌধুরী দুদু, সদস্য সচিব এমরান মিয়া, জেলা জাতীয় পার্টির সদস্য সরওয়ার সিকদার, নুরুল হক তুহিন, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, কুর্শি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজল মিয়া।এছাড়াও জাতীয় পার্টির কর্মী সভায় বক্তব্য দেন জাপানেতা সুজন মিয়া,রজব আলী, আখলিছ মিয়া, উপস্থিত ছিলেন আবু সাঈদ, জমশেদ আলী, আব্দুল আজিজ, উমর আলী, জিল্লুর হক চৌধুরী প্রমুখ।
কর্মী সভায় ওয়ার্ড কমিটি নেত্ববৃন্দের মতামতে ভিত্তিতে মোঃ আব্দুল হাই কে আহ্বায়ক, রজব আলী, ফকির ফজলু মিয়া, শেখ নাজিম উদ্দীন,ফখর উদ্দিন, আবু সাঈদ কে যুগ্ম আহ্বায়ক ও আব্দুল হাই (মিঠাপুর) কে সদস্য সচিব করে আউশকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply