জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
লেনদেন করুন আস্থার সাথে, আমরা আছি আপনার পাশে। এই শ্লোগানকে সামনে রেখে ব্র্যাক ব্যাংক সারা দেশে সেবা দিয়ে যাচ্ছে পাশাপাশি এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ৬০৯তম এজেন্ট ব্যাংকিংয়ে আউটলেট সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রানীগঞ্জ বাজারের পূর্ব বাজারে উদ্ধোধন পূর্বক আলোচনা সভায় বাজারের ব্যবসায়ী মো. ইয়াবর মিয়ার সভাপতিত্বে ও এজেন্ট ব্যাংকিং অফিসার মো. নাহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার ক্রেডিটের সিনিয়র ম্যানেজার মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাক এজেন্ট ব্যাংকিংয়ের সিলেট রিজিওয়ন ম্যানেজার এর টিম লিডার আবু সাঈদ, এজেন্ট ব্যাংকিংয়ের অফিসার আবুল কালাম আজাদ, জগন্নাথপুর এস,এম,ই ইউনিটির ইউনিট ইনচার্জ শরীফুল ইসলাম, রিলেশনশীপ অফিসার মো. তাজ উদ্দিন, জগন্নাথপুর ওয়ালটনের পার্টনার জামাল উদ্দিন বেলাল, রানীগঞ্জ বাজারের ক্ষুদ্র ঋনের ম্যানেজার সুভাশিষ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ বাজারের আউটলেটের ম্যানেজার গোলাম সারোয়ার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজারের ব্যবসায়ী জিয়াউর রহমান, রানীগঞ্জ বাজারের ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিয়ের প্রোপাইটার সুলেমান মিয়া, সংবাদ কর্মী দুলন মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন রানীগঞ্জ বাজার ৪র্থ তলা মসজিদের ইমাম মাওলানা ইয়াহিয়া। আলোচনা সভাশেষে ফিতা কেটে শুভ উদ্ধোধন ঘোষনা করা হয়। উদ্ধোধনী অনুষ্টানে রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার শতাদিক জনসাধারন উপস্থিত ছিলেন।
উদ্ধোধনী অনুষ্টানে বক্তাগন বলেন, কম সময়ে এজেন্ট ব্যাংকিং সেবায় বড় সফলতা দেখিয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। ব্যাংকিং সেবার সফলতা এখন আর শুধু হিসাব খোলা, আমানত সংগ্রহ ও ভাতা বিতরণে সীমিত থাকা উচিত নয় আরও বেশি কাজ করতে হবে। আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতেও জোর দেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনে গ্রাম পর্যায়ে ব্যাংকঋণ ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে গ্রামীণ উদ্যোক্তারা যেমন উপকৃত হয়েছেন, তেমনি মহাজনি প্রথাও ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। এ ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক যথেষ্ট সফলতা দেখিয়েছে। সেরা এসএমই ব্যাংকিংবান্ধব আউটলেট, সেরা রিটেইল ব্যাংকিংবান্ধব আউটলেট, সেরা উইমেন ব্যাংকিংবান্ধব আউটলেট, সবচেয়ে বেশি অ্যাকাউন্ট খোলা, সবচেয়ে বেশি ডিপোজিট সংগ্রহ, সবচেয়ে বেশি রেমিট্যান্স এবং করপোরেট বিল কালেকশনের জন্যও পুরস্কার দেওয়া হয়েছে। আগামী দিনে আরো সাফল্যে অর্জন করবে এটা আমাদের বিশ্বাস।
Leave a Reply