জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২০ সালের ৪৫ নং পি আই সির ফসল রক্ষা বেড়ি বাঁধের শেষ বিলের টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে।উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেসি গ্রামের মৃত হাজি কাঁচা মিয়ার ছেলে ছুরত মিযা বাদী হয়ে একই গ্রামের মৃত মছদ্দর মিয়ার ছেলে মসহুদ আহমদ এর বিরুদ্ধে ২ লক্ষ্(দুই লক্ষ) টাকা আত্মসাতের অভিযোগটি গত ২২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দাখিল করেন।
অভিযোগে প্রকাশ, ছুরত মিযা বলেন, আমি ২০২০ সালের ৪৫ নং পি আই সির সভাপতি তাকিয়া সঠিক ভাবে ফসল রক্ষা বেড়ীবাঁদের কাজ সমাপ্ত করি। বেরিবাদের সর্বশেষ বিল উত্তোলনের সময় আমি পারিবারিক সমস্যায় তাকার কারণে মসহুদ আহমদ আমার নিকটাত্মীয় হওয়ায় বিল উত্তোলন করতে সহায়তা করার জন্য বলি। তিনি আমার সরলতার সুযোগে আমার স্বাক্ষর জাল করে সর্ব শেষ বিল উত্তোলন করে নিয়ে যায়। এই বিষয়ে আমি লিখিত অভিযোগ দায়েরের চেষ্টা করলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির হস্তক্ষেপে স্থানীয় ভাবে এক বৈঠকের আয়োজন করা হয় । উক্ত বৈঠকে আমাকে মসহুদ আহমদ আমার স্বাক্ষর জাল করে উত্তোলনকৃত বিলের ২ লক্ষ (দুই লক্ষ) টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পরবর্তীতে মসহুদ আহমদ উক্ত টাকা দিব দিচ্ছি বলে সময় ক্ষেপণ করে, তাই বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
Leave a Reply