বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই (নয়াবাড়ি) গ্রামের বাসিন্দা মরহুম হাজী ছিদ্দেক আলী ভূঁইয়া ও মরহুমা পরিবারের পক্ষ থেকে পাঁচশত ছিন্নমূল হতদরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ (১০ ডিসেম্বর) শুক্রবার সকালে মরহুম হাজী ছিদ্দেক আলী সাহেবের বাড়িতে শীতবস্ত্র বিতরণে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে মরহুমের ছেলে ও জামাতার যৌথ অর্থায়নে শীতবস্ত্র প্রদান করা হয়। অর্থ দাতাগণ হলেন
সফিউল আলম ছুফি ভূইয়া,রাজন ভূইয়া, মুহিবুর রহমান ভূইয়া, লিকন ভূইয়া, মোঃ বদরুল মিয়া,। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব আলাউদ্দিন ভূইয়া,
আবদুল মুকিদ ( সৈয়দ মিয়া,) হাবিবুর রহমান ভূইয়া, রিজন ভূইয়া, আলহাজ্ব আবদাল ভূইয়া,বাচ্ছু মিয়া ভূইয়া, আমির উদ্দিন ভূইয়া, জামাল উদ্দিন ভূইয়া, লুৎফুর রহমান ভূইয়া, আরজু ভূইয়া, সালা উদ্দিন ভৃইয়া, আজিজুল ভূইয়া, আব্দুল গফফার মিয়া, আতাউর ভূইয়া, শাহআলম ভূইয়া, মশাহিদ ভূইয়া, জুনেদ ভুইয়া, লিমান ভূইয়া, এনাম ভূইয়া, জুনাইল ভূইয়া, মুক্তাকিন,শাজাহান খান,রাহিম উল্লা সহ অনেকেই। এছাড়া মরহুম হাজী ছিদ্দেক আলী সাহেবের ছেলে ও জামাতা গান পবিত্র রমজান মাস ও বিভিন্ন দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে সাহায্য সহোযোগিতায় এগিয়ে আসছেন প্রতি নিয়মিত।
Leave a Reply