মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার
আগামী ২৬ ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন। কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডের ভোটাররা মোঃ লিয়াকত হোসেন অমৃতকে পুনঃরায় নির্বাচিত করলে ২ নং ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড উপহার দেয়ার কথা জানিয়েছেন ২ নং ওয়ার্ডের পর পর দুই বারের নির্বাচিত মেম্বার পদপ্রার্থী ও বর্তমান মেম্বার মোঃ লিয়াকত হোসেন অমৃত।
মেম্বার প্রার্থী মোঃ লিয়াকত হোসেন অমৃত বলেন, মেম্বার হিসেবে বিগত সময় এলাকার উন্নয়নে অনেক কাজ করেছি। আমার ২নং ওয়ার্ডের রাস্তা-ঘাটের অবস্থা চলাচলের অনুপযোগী ছিল। অনেক রাস্তা- ঘাটের অবস্থা নাজুক ছিল জনসাধারন পায়ে হেঁটে চলাচল করা ছিল দুষ্কর। আমি মেম্বার নির্বাচিত হওয়ার পর ২ নং ওয়ার্ডের বেশিরভাগ রাস্তার মাটি ভরাট ও পাকা করনের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা করেছি। বিশেষ করে শ্রীধরপাশা নোয়াপড়া গ্রামের একমাত্র রাস্তা যে রাস্তা দিয়ে হেমন্তে মানুষ কাদা পানি দিয়ে চলাচল করত সেই রাস্তাটি আমি আমার ব্যক্তিগত অর্থায়নে মাটি ভরাট করে মানুষের চলাচলের উপযোগী করে দিয়েছি। এছাড়াও আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে ২ নং ওয়ার্ডের এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত ব্যবস্থার উন্নত করেছি। তিনি বলেন, এখনও কিছু কাজ অসমাপ্ত আছে। আমি পূনঃরায় নির্বাচিত হলে এই অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো। নিজ অপারগতার কথা স্বীকার করে তিনি বলেন, আমার একান্ত ইচ্ছা থাকা সত্তে ও ওয়ার্ডের অনেক উন্নয়ন আমি করতে পারিনি। ইতিমধ্যেই আমি যেহেতু আমার ওয়ার্ডের বেশিরভাগ কাজ সম্পন্ন করেছি, তাই পুনঃরায় নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে ২ নং ওয়ার্ডকে ইউনিয়নের মধ্যে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে জনগনকে উপহার দিব।
জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি এলাকার মাদক, চুরি ছিনতাই বন্ধ করতে সক্ষম হয়েছি। এসব কাজে ওয়ার্ডের জনগণের সবসময় সমর্থন পেয়েছি। আমি আমার ওয়ার্ডের জনগণকে কি দিতে পেরেছি, কি দিতে পারিনি, তা আগামী ২৬ ডিসেম্বর ভোটের দিনে এলাকার মানুষ মূল্যায়ন করবেন বলে আমি বিশ্বাস করি ।
প্রসঙ্গত বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ২ নং ওয়াডের মেম্বার হিসেবে বিজয়ী হয়েছিলেন। এবারও তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেন। মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিগত ১৪ বছর। এলাকার উন্নয়নের ধারাবাহিকতা এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তিনি আবারও তাকে বিজয়ী করতে ভোটারদের আহবান জানান।
Leave a Reply