বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৭ ইউনিয়নে আগামী ২৬ তারিখ অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচরনা ততই বেড়েই চলছে।
তবে এ ক্ষেত্রে মানা হচ্ছে না নির্বাচন কমিশনের দেওয়া নির্বাচনী আচরণ বিধি। এমনকি বিধি নিষেধ প্রয়োগে নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের তৎপরতাও চোঁখে পড়েনি।
উপজেলার কয়েকটি ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা
যায়, কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের তারা দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।
উপজেলার ৭ ইউনিয়নের নির্বাচনী এলাকা জুরে আওয়ামিলীগ মনোনীত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং সাধারন সদস্য সহ সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীদের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। নিয়মের তোয়াক্কা না করেই চলছে প্রচার প্রচারনা। তবে এ ক্ষেত্রে মানা হচ্ছেনা নির্বাচন অফিসের দেওয়া বিধি নিষেধ। এমনকি বিধি নিষেধ প্রয়োগে নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের তৎপরতা চোখে পড়েনি। নির্বাচন কমিশনের আইন রয়েছে প্রার্থীদের পোস্টার রশি দিয়ে টানানোর কথা। কিন্তু সেটা কেউই মানছে না। স্কুলের দেয়াল, ঘরের দেয়াল, ইদগাহ ময়দানের দেয়াল, শৌচাগার, বিদ্যুতের খুটি এমকি গাছেও প্রার্থীদের পেষ্টুন, পোষ্টার লাগানো হয়েছে। তবে প্রার্থীদের দাবী তারা আচরন বিধি মেনেই পোষ্টার লাগানো হয়েছে।
এ বিষয়ে জানতে পোষ্টার লাগানো লোকদের সাথে আলাপ করা হলে তারা জানান, অন্য প্রার্থীর লোকদের পোষ্টার লাগানো দেখে আমরা পোষ্টার লাগাচ্ছি। আমরা প্রথমে লাগাইনি। কয়েক জনের সাথে আলাপ করলে তারা জানান এ পোষ্টার গুলো প্রথমে লাগাইনি। অন্য প্রার্থীর পোষ্টার লাগানো দেখে তারা পোষ্টার লাগিয়েছেন।
প্রার্থীদের সাথে আলাপ করলে তারা জানান, আমরা দেয়ালে পোষ্টার লাগানোর কথা বলে দেই নাই। আমরা নির্বাচন কমিশনের আইন মেনে পোষ্টার লাগানোর জন্য বলেছি। পোষ্টার লাগানোর জন্য সাথে সুতলি ও স্ট্যাপ্লার পিন দিয়া দিছি। যদি কোন লোক দেয়ালে পোষ্টার লাগায় তাহলে আমরা যতাশীঘ্রই পোষ্টার গুলো সরানোর ব্যবস্থা করবো।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তার মুঠোফোনে বারবার ফোন দিলে ফোনটি রিসিভ না করায় আলাপ করা সম্ভব হয় নাই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে আমরা দেখবো। কোন কোন স্থানে পোষ্টার দেয়ালে লাগানো হচ্ছে তথ্য সংগ্রহ করে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply