বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-
নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক উচ্ছেদ অভিযানের আগেরদিন শহরের মাইকিং করে জানিয়ে দেওয়া হয় যে, শহরের অবৈধ ভাবে যারা ফুটপাত দখলদার করে আছেন তারা তাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য। যদি এই নির্দেশনা না মানা হয় তাহলে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু কে শুনে কার কথা! আইন কানুনের কোন তুয়াক্কা না করে সন্ধার সাথে সাথেই দখলবাজরা ভেঙ্গের ছাতার মতো পূর্ণরায় ফুটপাত দখল করে। এ বিষয়টি প্রশাসনের নজরে পড়লে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ এর নেতৃত্বে নবীগঞ্জ থানার এস আই মৃদুল দাশ একদল পুলিশ নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জনকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮ ধারা মোতাবেক ২৫শ টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ এর সাথে কথা হলে তিনি বলেন, জন স্বার্থে ফুটপাত দখল মুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply