মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
ইতালীতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত জগদীশপুর নয়াবাড়ির আবুল খায়ের(২০) এর জানাজার নামাজ শেষে তাহার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। আবুল খায়েরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের জগদীশপুর গ্রাম নিবাসী মৃত আব্দুল আহাদ এর ছেলে আবুল খায়ের (২০) এক বছর পূর্বে ইতালীতে স্থায়ীভাবে বসবাস করার জন্য পাড়ি জমায় অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে সে তার লক্ষে পৌছায়। ভাগ্যের নির্মম পরিহাস বিগত ২৩ ডিসেম্ভর ২০২১ ইতালিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবুল খায়ের মৃত্যু বরন করেন। দীর্ঘদিন যাবৎ আবুল খায়ের এর মরদেহ দেশে নিয়ে আসার জন্য আইনি প্রক্রিয়া চলছিল। আইনি প্রক্রিয়া শেষে ১৫ ই জানুয়ারী দিবাগত রাতে আবুল খায়ের এর লাশ গ্রামের বাড়ী জগদীশপুরে পৌঁছায়। আজ ১৬ ই জানুয়ারী রবিবার সকাল ৯ ঘটিকায় তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মরহুম এর পরিবারে চলছে।
Leave a Reply