মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নের মনোয়ার হোসেন (১৮) নামের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র আত্মহত্যা করেছে।
জানা যায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিয়ারগাঁও গ্রামের লিয়াকত হোসেনের ছেলে মনোয়ার হোসেন গতকাল ২২ জানুয়ারি দিবাগত রাত ১১ ঘটিকার সময় জগন্নাথপুর -পাগলা আঞ্চলিক মহাসড়কের যুগল নগর এলাকায় একটি গাছের সাথে গলায় রশি পেছিয়ে আত্মহত্যা করে। সে জগন্নাথপুর উপজেলার আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউটের আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহতের বড় ভাই সানোয়ার হোসেন এর সাথে কথা বলে জানা যায়, গতকাল ২২ জানুয়ারি বিকালে আমার ছোট ভাই মনোয়ার হোসেন বাড়ী থেকে বের হয়। দিন শেষে রাতের খাবার খাওয়ার সময়ও সে বাড়ীতে না ফেরায় আমরা তাকে খুঁজা খুঁজি করতে থাকি। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে রাত ১১ ঘটিকার সময় জগন্নাথপুর -পাগলা আঞ্চলিক মহাসড়কের যোগলনগরের পার্শ্ববর্তী গাছে ঝুলন্ত অবস্থায় দেখি। সাথে সাথে তাকে নামিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, কারো সাথে আমার ভাইয়ের কোনো শত্রুতা বা বিরোধ ছিলনা। কাহারো প্রতি আমার এবং আমার পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই।
এব্যাপারে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম এর মোবাইল ফোনে ফোন দিলে তিনি জানান, মনোয়ার হোসেন এর আত্মহত্যার খবর পেয়ে আমি সকালে থানায় যাই। এবিষয়ে তাহার পরিবারের পক্ষ থেকে কাহারও প্রতি কোনো অভিযোগ নাই।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনোয়ার হোসেন এর মরদেহ হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকার খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশের ময়নাতদন্তের সুরতহাল রির্পোট প্রস্তুত করে ২৩ শে জানুয়ারি সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। আজ ২৩ জানুয়ারি ময়নাতদন্ত শেষে মরদেহ তাহার পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের লোকজনদের কোনো অভিযোগ নাই বিধায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply