বুলবুল আহমেদ, (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
নবীগঞ্জের আওয়ামীলীগ নেতা ও দলিল লেখক কানু লাল রায় আর নেই।
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের কানু লাল রায় (৬০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, মঙ্গলবার নবীগঞ্জ সাবরেজিস্টার অফিসের কাজ শেষে সন্ধায় মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথিমধ্য নবীগঞ্জ- কাজীগঞ্জ সড়কের মাধবপুর গ্রামের নিকটে ব্রীজে ওঠার সময় অপর দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেল সহ তিনি সড়কের বাইরে ছিটকে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের চিকিৎসক গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ১ছেলে, ১মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। রাতে মৃত্যু সংবাদটি গ্রামের বাড়িতে পৌছলে তার আত্মীয় স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী উঠে। রাতেই মৃত দেহটি বাড়িতে আসার কথা রয়েছে বলে জানাযায়।
Leave a Reply