মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ভিসির বিরুদ্ধে অনসন প্রসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, শিক্ষামন্ত্রীর গাফিলতির কারনে আন্দোলন দীর্ঘায়িত হয়েছে। তিনি চাইলে বিষয়টি তাৎক্ষণিক ভাবেই নিষ্পত্তি করতে পারতেন। তার উচিত ছিল আন্দোলনের প্রথমেই ঘটনাস্থলে আসা কিন্তু তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে আসেননি। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা উচিত হয়নি। শিক্ষার্থীদের ওপর দায়েরী মামলা দ্রুত প্রত্যাহার করা হোক। এ বিষয়টি নিয়ে ভিসিদের বাড়াবাড়ি করা মোটেই উচিত হয়নি। এবিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করায় অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের প্রতি ধন্যবাদ জানান।
আজ ২৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিশ্ববাসী জানে র্যাবের কার্যকলাপ তারা দেশে বিচারবর্হিভুত হত্যাকান্ডসহ বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এটা সরকার কোন ভাবেই ঢাকতে পারবেনা। সরকারের উচিত র্যাবের সব কার্যক্রম বন্ধ করা।
তিনি আরও বলেন, সরকার সব সময় ভুল পথে হাঁটে। সরকার ভুল পথে হাটলে সরকারের সমালোচনা করতেই পারে তাই বলে তাদের ওপর জেল জুলুম নির্যাতন করা মোটেই উচিত হয়নি। সরকার নিজেদের স্বার্থে অন্ধ হয়ে যায়। বিশ্বের সব দেশে লোকজন সরকারের সমালোচনা করছেন। সরকার তা সহ্য করতে পারে, কিন্তু আমরা পারি না। এটা কোন মতেই হতে পারে না।
গ্রামীণ স্বাস্থ্য সেবা প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গ্রামাঞ্চলে এখনো টিকমতো স্বাস্থ্যসেবা পৌঁছায়নি। আমরা আশাবাদী ডাক্তাররা সরকারী ভাবে বিশেষ সুবিধা পেলে তারা গ্রামে আসতে আগ্রহ দেখাতেন গণস্বাস্থ্যের মাধ্যমে আমরা সাধারন মানুষকে যে সেবা দিচ্ছি তা অনুকরণীয় হতে পারে।পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ মেডিকেল টিমের (মেডিসিন, গাইনি, চক্ষু, শিশু ও সার্জারি) বিভিন্ন চিকিৎসাসেবা পরিদর্শন ও পরামর্শ প্রদান করেন তিনি।পরিদর্শনের সময় পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক মো. আবদুল আওয়ালসহ গণস্বাস্থ্যের কেন্দ্রীয় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply